ছয় দাবিতে কর্মবিরতি পালন করছে অ্যাপভিত্তিক রাইডাররা
বাইকারদের পুলিশি হয়রানি বন্ধ, শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান, রাইড অ্যাপসের কমিশন ২৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ নির্ধারণ, ঢাকা,চট্টগ্রাম ও সিলেটে বাইকার গাড়ি নিয়ে দাঁড়ানোর জায়গা করে দেয়া, তালিকাভুক্ত রাইড শেয়ারিং যানবাহনকে অগ্রিম আয়কর (এআইটি) মুক্ত রাখা এবং গত বছর গ্রহণ করা সকল এআইটি তালিকাভুক্ত যানবাহন মালিকদের ফিরিয়ে দেয়ার- এ ছয় দফা দাবিতে সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করছে অ্যাপ-বেসড ড্রাইভারস ইউনিয়ন অব বাংলাদেশ (ডিআরডিইউ)।
পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় এক হাজার রাইডারের উপস্থিতিতে মানববন্ধনও পালন করা হয়েছে।
অ্যাপ-বেসড ড্রাইভারস ইউনিয়ন অব বাংলাদেশের (ডিআরডিইউ) সাধারণ সম্পাদক বেলাল আহমেদ খান বলেন, "আমরা রোদ-বৃষ্টি অপেক্ষা করে রাইড শেয়ারিং করি থাকি, কোম্পানিগুলোকে আমাদের আয়ের ২৫% কমিশন দিতে হয়, যা খুবই অতিরিক্ত! কিন্তু পরিতাপের বিষয় এখন পর্যন্ত আমরা জানি না রাইড শেয়ারিং সেবা নাকি বাণিজ্য? এখন পর্যন্ত আমাদের শ্রমিক হিসেবে গণ্য করা হয় না, দাবি জানানোর পরও গত পাঁচ বছরে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিংয়ের জন্য নীতিমালা প্রণয়ন করতে পারেনি সরকার। যার ফলে পদে পদে হয়রানি ও প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছি আমরা"।
সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন দেওয়ান বলেন, "এ খাতে ৪ লাখ লোকের কর্মসংস্থান; অথচ আমাদের কোন শ্রমিক ইউনিয়ন নেই বলে করোনার দেড় বছরে রাইড শেয়ারিংয়ের কোন শ্রমিক সরকারি বা বেসরকারি কোন প্রণোদনা-সহযোগিতা পাইনি"।
তিনি আরও বলেন, "আমরা ১৪-১৬ ঘন্টা কাজ করি, দিন এনে দিন খাই। কিন্তু কথায় কথায় অ্যাপসগুলো বন্ধ করে কর্মহীন করে রাখা হয়, এগুলো বন্ধ করুন"।
সিলেট রাইড শেয়ারিংয়ের সভাপতি কামাল আহমেদ বলেন, "আমাদের দাবি হয়রানিমুক্ত ও নিরাপদভাবে যেন গাড়ি চালাতে পারি সরকার সে ব্যবস্থা করুক।
আমাদের রাইডাররা বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে গাড়ি কিনেছে; ২৫% কমিশন পরিহার করে ১০% কমিশন প্রণয়ন করতে হবে এবং বিকাশে পেমেন্ট দেয়া বন্ধ করতে হবে, কারণ বিকাশ আমাদের থেকে চার্জ কেটে নেয়, যা আমাদের আয়কে আরো কমিয়ে দেয়"।
রাজধানীর কারওয়ান বাজার মোড়, বাংলা মোটর, শাহবাগ মৎস্য ভবন, প্রেসক্লাব, পল্টন ইত্যাদি এলাকায় ঘুরে অ্যাপভিত্তিক কোন রাইডার শেয়ারিং চালককে আজ যাত্রী বহন করতে দেখা যায়নি।