জাপানী নারী এরিকোকে নিয়ে অবমাননাকর ভিডিও ইন্টারনেট থেকে সরানোর নির্দেশ হাইকোর্টের
সন্তানদের অভিভাবকত্বের দাবিতে বাংলাদেশে আসা জাপানি নারী নাকানো এরিকোর ব্যক্তিগত গোপনীতা সংরক্ষণের স্বার্থে ও অপপ্রচার রোধে সব ধরনের উপাদান ইন্টারনেট থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার (৮ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ বিটিআরসি-র চেয়ারম্যানের প্রতি এ নির্দেশনা দেন।
সেইসঙ্গে এসব ভিডিও তৈরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতেও বিটিআরসির চেয়ারম্যান ও সাইবার টিমকে নির্দেশনা দেওয়া হয়েছে।
গত সোমবার (৬ আগস্ট) জাপানি এই নারীর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এরিকোকে নিয়ে অপপ্রচার সংক্রান্ত সকল উপাদান সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরোনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন।
বুধবার শুনানিতে আইনজীবী শিশির মনির আদালতকে জানান, এরিকো তার মেয়েদের সঙ্গে রাতে থাকতে চান এবং তাদের সঙ্গে কেনাকাটা ও বিনোদনের জন্য বাইরে যেতে চান। তবে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়া অবমাননাকর ভিডিওগুলো এরিকোর জন্য বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
শিশির মনির আরও বলেন, 'সেখানে কমপক্ষে ১৭টি লিংক রয়েছে। যেখানে জাপানি নারীকে নিয়ে বিভিন্ন চটকদার ভিডিও ও নারী উপস্থাপকরা উপস্থাপনা করেছেন। কোনোটিতে দুই মিলিয়ন, চার মিলিয়ন, ছয় মিলিয়ন এমনকি সাত মিলিয়ন ভিউয়ার (দর্শক)। যেখানে প্রায় ৭০ লাখ মানুষ দেখেছেন এই ভিডিওগুলো। এগুলো অপসারণের নির্দেশনা চাই।'
জাপানি চিকিৎসক নাকানো এরিকো ও বাংলাদেশি-মার্কিন নাগরিক শরীফ ইমরান (৫৮) ২০০৮ সালে জাপানি আইন অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং টোকিওতেই বসবাস শুরু করেন। তাদের ১২ বছরের সংসারে তিন কন্যাসন্তান রয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে এরিকোর-ইমরান দম্পতির বিবাহবিচ্ছেদের প্রেক্ষিতে সন্তানদের অভিভাবকত্ব নিয়ে জটিলতা দেখা দেয়।