ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তৃতীয়বারের মতো তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে।
গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ চৌধুরীর শনিবার সকাল থেকে ভেন্টিলেটরেরও প্রয়োজন হয়নি।
শনিবার দুপুরে গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফির বরাত দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডকে এসব তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।
তিনি বলেন, শুক্রবার তার ডায়ালাইসিস করা হয়েছে এবং তৃতীয়বারের মতো প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে। আগে যে সিরিয়াস অবস্থা ছিল, এখন আর সেরকম হচ্ছে না। এখন তার শারীরিক অবস্থা শুক্রবারের চেয়ে ভালো। এখন শুধু অক্সিজেন প্রয়োজন হচ্ছে। গতকালের তুলনায় আজ অক্সিজেনও কম মাত্রায় দিতে হচ্ছে। তিনি এখন মুখে খাবার খাচ্ছেন।