জামাইয়ের লাশ দেখতে গিয়ে লাশ হলেন শ্বশুরসহ দুইজন
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাস চালকসহ আরও অন্তত ১৩ জন। তবে একজন সুস্থ্য আছেন।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে ডোমার-পঞ্চগড় সড়কের অবিলের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারীর জলঢাকা উপজেলার খারিজা গোলনা নবাবগঞ্জ গ্রামের জহুরুল ইসলাম (৬৫) ও আনোয়ারা বেগম (৫৭)। তারা সম্পর্কে ভাই-বোন। আহতদের বাড়িও একই গ্রামে।
কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ জানান, নিহত জহুরুলের মেয়ে জামাইয়ের বাড়ি বগুড়ার মোকামতলায়। তার জামাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় সকালে তারা একটি মাইক্রোবাসে করে চালকসহ ১৬জন মোকামতলায় যাচ্ছিলেন।
ওসি আরও জানান, পথিমধ্যে অবিলের বাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘আজিজ ট্রাভেলস’ নামে একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জহুরুল ও তার বোন আনোয়ারার মৃত্যু হয়; আহত হন মাইক্রোবাসচালকসহ আরও ১৩ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত জহুরুলের ছেলে জাকির হোসেন জানান, হাসপাতালে চিকিৎসাধীন মাইক্রোবাস চালক মোস্তাক আহম্মেদ মোস্তা, যাত্রী ঝর্ণা, সেলিম ও হালিমাসহ ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।