জয়পুরহাটে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২
জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বাসের ১২ জন যাত্রী নিহত এবং তিনজন আহত হয়েছেন।
শনিবার সকালে পৌনে সাতটার দিকে জয়পুরহাটের পুরানাপৈল রেলগেটে দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় সারাদেশের সঙ্গে বন্ধ রয়েছে উত্তরবঙ্গের রেল যোগাযোগ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, ঘটনার সময় ক্রসিংটির গেট খোলা ছিল।
প্রত্যক্ষদর্শীর মতে, সংশ্লিষ্ট গেটম্যান ঘুমিয়ে ছিলেন বলে খোলা ছিল গেটটি।
মৃতদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তাদের মধ্যে বাস ড্রাইভার মামুনুর রশিদ, রংপুর জেলার ইচলি গ্রামের একজন যাত্রী নাম রমজান আলী, সারোয়ার হোসেইন, পঞ্চবিবি উপজেলার আরিফুর রহমান, আক্কেলপুর উপজেলার সাজু মিয়াহ এবং নওগাঁর রানীনগর উপজেলার বাবু মিয়া ছিলেন সেই বাসে।
জয়পুরহাটের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজুল ইসলাম জানান, সকাল সাতটার দিকে উত্তরা একপ্রেস ট্রেনের সঙ্গে ভিআইপি পরিবহন বাসের সংঘর্ষ ঘটে।
ফায়ার সার্ভিস টিম উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে এবং আহতদের মধ্যে দুজন হাসপাতালে নেওয়া পথেই মারা যান।
সংঘর্ষের পর ট্রেনটি ৫০০ মিটার দূরে গিয়ে লাইনচ্যুত হয়।