ডেঙ্গু পরিস্থিতি: কমছে নতুন ভর্তির সংখ্যা
কমছে নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮৩ জন। যদিও আগের ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছিলেন ৮৬৫ জন। সে হিসেবে হাসপাতালগুলোতে নতুন করে আক্রান্ত ডেঙ্গু রোগী কমেছে ১০ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা শহরের চেয়ে ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় ৩৪৪ জন ডেঙ্গু রোগী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হলেও ঢাকার বাইরে এ সংখ্যা ৪৩৯। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় ঢাকার চেয়ে ঢাকার বাইরে নতুন রোগীর সংখ্যা ২০ শতাংশ বেশি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ঢাকা ও ঢাকার বাইরে ডেঙ্গুতে নতুন ভর্তি রোগীর চেয়ে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা বেশি। ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৩৪৪ জন নতুন রোগী ভর্তি হলেও ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৪১০ জন। একইভাবে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে এ দিন ৪৩৯ জনের ভর্তির বিপরীতে ছাড়পত্র নিয়েছেন ৫৫৮ জন।
সব মিলিয়ে গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা ৭২ হাজার ৭৪৫। এর মধ্যে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ৮১১ জন। তার মানে, ৯৫ শতাংশ রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। সারাদেশে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩ হাজার ৭৪৬ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকায় ভর্তি আছেন ২ হাজার ১১১ ও ঢাকার বাইরে ১ হাজার ৬৩৫ জন।
সাতক্ষীরায় নারীর মৃত্যু
ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতক্ষীরার কলারোয়ার রহিমা বেগম (৫৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার রাতে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ নিয়ে সাতক্ষীরায় ডেঙ্গুতে মোট তিনজনের মৃত্যু হল।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুল ইসলাম জানান, কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী রহিমা বেগম ডেঙ্গু আক্রান্ত হয়ে এক সপ্তাহ আগে সাতক্ষীরা সিবি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তিনদিন পর তাকে খূলনা মেডিকেল কলেজ হাসাপাতালে ও পরে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান তিনি।