ঢাকার ৫০% আইসিইউ শয্যা পূর্ণ হয়ে গেছে: স্বাস্থ্য অধিদপ্তর
সারাদেশে করোনাভাইরাস সংক্রমণ যেভাবে বাড়তে শুরু করেছে, এভাবে চলতে থাকলে অচিরেই করোনা হাসপাতালগুলোতে সাধারণ শয্যাও পাওয়া যাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।
তিনি বলেন, গত এক মাসের তুলনায় সংক্রমণের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। হাসপাতালগুলোতে আবারও করোনা আক্রান্ত রোগীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি।
সোমবার দুপুরে দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে তিনি এ কথা বলেন।
রোবেদ আমিন বলেন, হাসপাতালগুলোতে শয্যা দ্রুত পরিপূর্ণ হয়ে যাচ্ছে। রাজধানীর বেশ কয়েকটি হাসপাতালের আইসিইউ পূর্ণ হয়ে গেছে। বেসরকারি হাসপাতালের আইসিইউ শয্যাও পূর্ণ হয়ে যাচ্ছে।
বেসরকারি হাসপাতালগুলোতে মাত্র ২৮১টি বেড খালি রয়েছে। রাজধানীর প্রায় ৫০% আইসিইউ শয্যা পূর্ণ হয়ে গেছে।
তিনি বলেন, সীমান্তবর্তী জেলাগুলোর যেসব জায়গায় সংক্রমণ বেশি, সেখানে মৃত্যুও বেশি।
সংক্রমণের হার ২১ থেকে ২২ শতাংশ হলে দ্রুত আইসিইউ শয্যা পরিপূর্ণ হয়ে যাবে। বর্তমানে ঝুঁকিপূর্ণ রয়েছে ৫১টি জেলা। জনসমাগম না হলেও মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে সংক্রমণ বাড়ছে।
রোবেদ আমিন বলেন, হাসপাতালগুলোতে ইমার্জেন্সি ছাড়া নন কোভিড রোগী ভর্তি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। কোন জেলা হাসপাতালে কোভিড রোগীর হার বেশি হলে তাকে কোভিড নির্ধারিত ঘোষণা করা যাবে।
জনসাধারণকে সম্পৃক্ত করা ছাড়া কোন সংক্রামক ব্যাধি মোকাবেলা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
"সবাইকে সংক্রমণ মোকাবেলায় এগিয়ে আসতে হবে," বলেন তিনি।
অচিরেই সিনোফার্মের ভ্যাকসিন সারাদেশের বিভিন্ন কেন্দ্রে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান রোবেদ আমিন।