ঢাকায় করোনা টিকা দিয়েছেন আরো ৯০৩ চীনা নাগরিক
চীনের উপহারের টিকা থেকে আরো ৯০৩ জন চীনা নাগরিককে টিকা দেওয়া হয়েছে। গতকাল রাজধানীর চার টিকাকেন্দ্র থেকে তারা এ টিকা নিয়েছেন।
এর আগে গত শনিবার রাজধানীর কেন্দ্রগুলোতে টিকা নিয়েছেন ৭৩৮ জন চীনের নাগরিক।
স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য সূত্রে জানা যায়, গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে টিকা নিয়েছেন ২২৯ জন চীনা নাগরিক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল কেন্দ্রে টিকা নিয়েছেন ২২২ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিয়েছেন ২২৯ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিয়েছেন ২২৩ জন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, 'স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া তালিকা অনুযায়ী চীনা নাগরিকদের টিকা দেয়া হয়েছে। গতকাল ১১৩ জন পুরুষ ও ৮৯ জন নারী টিকা নিয়েছেন। এরপর কাদের টিকা দেওয়া হবে, সে ব্যাপারে আমরা কোনো নির্দেশনা পাই নি। নির্দেশনা অনুযায়ী পরের কার্যক্রম পরিচালনা করা হবে।'
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশীদ-উন-নবী বলেন, 'গতকাল এই হাসপাতালে ২২২ জন চীনা নাগরিক টিকা দিয়েছেন। এর মধ্যে ২০১ জন পুরুষ ও ২১ জন নারী। এর আগে গত শনিবার টিকা নিয়েছেন ১৩৯ জন চীনা নাগরিক। তারা বাংলাদেশে অবস্থানকারী চীনের নাগরিক।'