বেইজিং থেকে ১০ লাখ ডোজ ভ্যাকসিনের চালান আসছে ঢাকায়
চীনের তৈরি করোনাভাইরাসের টিকা সিনোফার্মের ১০ লাখ ডোজ ভ্যাকসিনের প্রথম চালানটি বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।
ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালন ইয়ান এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে সাতটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ভ্যাকসিন নিয়ে রওনা দিয়েছে।
চীন থেকে একটি বাণিজ্যিক ক্রয় চুক্তির মাধ্যমে এ ভ্যাকসিন আনছে বাংলাদেশে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাত ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ভ্যাকসিনের চালানটি পৌঁছাবে। বিমানবন্দরে এটি গ্রহণ করতে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
একই ভ্যাকসিনের ১০ লাখ ডোজের আরেকটি চালান আগামী রোববার বিকেল ২টায় ঢাকায় এসে পৌঁছাবে।
চীনা কোম্পানি সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ ভ্যাকসিন কিনতে দেশটির সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশ সরকার।