ঢাকা উত্তরের কাউন্সিলর রাজিব গ্রেপ্তার, যুবলীগ থেকে বহিষ্কার
শনিবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করেছে।
রাজিব ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তাকে গ্রেপ্তারের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়।
র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, চাঁদাবাজি, সন্ত্রাসে মদদদান ও ভূমিদখলের অভিযোগে রাজিবকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের টিম গোপন সূত্রে জানতে পারেন যে, রাজিব একজন বিদেশি বন্ধুর বাসায় লুকিয়ে রয়েছেন। এরপরই র্যাব সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সারওয়ার জানান, তার কাছে সাত বোতল বিদেশি মদ, তিন রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তলসহ নগদ ৩৩ হাজার টাকা পাওয়া গেছে।
এর আগে র্যাব তার মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে ৫ কোটি টাকার চেক জব্দ করে।
অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাটারা থানায় তার বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাজিব তার রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে মোহাম্মদপুর অঞ্চলে স্যাটেলাইট ডিশ ও মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করতেন।
চাঁদাবাজির মাধ্যমে রাজিব মোহাম্মদপুর ও গুলশান অঞ্চলে আটটি অ্যাপার্টমেন্ট কিনেছেন বলে জানান এলাকাবাসী। তাছাড়া মার্সিডিস, বিএমডব্লিউ ও ল্যান্ড ক্রুজার প্রাদোসহ আটটি গাড়ির মালিক তিনি।