ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট
অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের প্রায় ২৫ কিলোমিটার জুড়ে উত্তরবঙ্গমুখী লেনে যানজটের সৃষ্টি হয়েছে।
আজ রোববার (১ আগস্ট) ভোর থেকে এ যানজট শুরু হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে যানজটও বাড়তে বাড়তে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থেকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
অতিরিক্ত যানবাহনের চাপে সিরাজগঞ্জ এলাকায় স্বাভাবিক গতিতে গাড়ি চলতে না পারায় সেতু কর্তৃপক্ষ একাধিকবার টোল আদায় বন্ধ রাখে। এতে সেতুর পূর্ব পাড়ে টাঙ্গাইল অংশে ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
হাইওয়ে পুলিশ সূত্র জানায়, পোশাক কারখানা খুলে দেওয়ার কারণে গত শনিবার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহন বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে ঢাকার দিকে যায়। রাতে বাস চলাচলের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর প্রচুর বাসও রাস্তায় নামে। এসব যানবাহন গন্তব্যে যাত্রী নামিয়ে দিয়ে শনিবার গভীর রাত থেকে উত্তরবঙ্গের দিকে ফিরতে থাকে। ফলে অতিরিক্ত যানবাহনের চাপেই এ যানজটের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা সূত্র জানায়, স্বাভাবিক অবস্থায় প্রতিদিন ১২/১৩ হাজার যানবাহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। গত শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৪৪ হাজার ৮৫৭ টি যানবাহন সেতু পারাপার হয়। টোল আদায় করা হয় দুই কোটি ৬০ লাখ ৬২ হাজার ৩৬০ টাকা। যার মধ্যে ২৭ হাজার ৯৮৯ টি যানবাহন উত্তরবঙ্গ থেকে পার হয়ে ঢাকার দিকে গেছে।
সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কের এলেঙ্গা থেকে রাবনা বাইপাস পর্যন্ত সরেজমিন ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গগামী লেনে শত শত যানবাহন আটকা পড়ে আছে। তবে যানবাহনের চাপ থাকলেও ঢাকাগামী লেনে যানবাহন এগিয়ে যাচ্ছে।
রসুলপুর এলাকায় কথা হয় ট্রাক চালক হাসেম মিয়ার সাথে। তিনি জানান, ভোর রাতে গাজীপুর থেকে পাবনার উদ্দেশ্যে রওনা হন। পথে বিভিন্ন স্থানে যাত্রা বিরতি দিয়ে সকালে টাঙ্গাইল এসে যানজটে পড়েন। টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা মোড় থেকে পুংলি পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তা পার হতে তার দেড় ঘন্টা সময় লেগেছে।
পিকআপ চালক উজ্জল মিয়া জানান, রোববার দুপুর ১২টার পর যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আবার শুরু হবে। তাই শুক্রবার যে সব যানবাহন ঢাকা দিকে গেছে তারা সবাই নিজ নিজ এলাকায় ফেরার জন্য রওনা হয়। এক সঙ্গে বেশি যানবাহন আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, শ্রমিকদের কর্মস্থলে ফিরতে গণপরিবহন চালু হওয়ার পর ভোর রাত থেকে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম জানান, অতিরিক্ত যানবাহনের চাপে রাত থেকে সকাল পর্যন্ত কয়েক বার টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এ কারণে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে ধীর গতিতে যানবাহন চলাচল করে। পুলিশ যানজট নিরসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।