দুদকের মামলায় ওসি প্রদীপের জামিন নামঞ্জুর
দুর্নীতি দমন কমিশনের মামলায় কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের জামিন নামঞ্জুর করেছেন চট্টগ্রামের একটি আদালত।
রোববার সকালে মহানগর সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমান শুনানী শেষে প্রদীপ দাশের জামিন নামঞ্জুর করেন।
দুদকের পিপি (পাবলিক প্রসিকিউটর) মাহমুদুল হক মাহমুদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, রোববার সকালে দুদকের দায়ের করা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপের জামিন নামঞ্জুর করেছেন আদালত। ওই মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য্য হয়েছে আগামী ১৩ অক্টোবর। জামিন শুনানির সময় প্রদীপ দাশ আদালতে অনুপস্থিত ছিলেন।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর দুপুরে ওসি প্রদীপকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। প্রাথমিক শুনানি শেষে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন গ্রহণ করেন বিচারক।
২০ সেপ্টেম্বর এ আবেদনের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছিল। আদালতে হাজির করার জন্য তাকে কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে আনা হয়।
তিন কোটি ৯৫ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে, গত ২৩ আগস্ট প্রদীপ দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা করে দুদক।