দেশে ফেব্রুয়ারি থেকে কোভিড ভ্যাকসিন সহজলভ্য হবে: স্বাস্থ্যসচিব
২০২১ সালের ফেব্রুয়ারি থেকেই বাংলাদেশে কোভিড-১৯ ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব আবদুল মান্নান।
আজ মঙ্গলবার বিশ্ব এইডস দিবস উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় একথা জানান তিনি। তিনি বলেন, "করোনাভাইরাসের টিকার বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কথা হচ্ছে। যে টিকাই আগে আসবে, সেটাই আনার চেষ্টা করা হবে। ফেব্রুয়ারিতেই ভ্যাকসিন পাব আশা করি। তবে তার চেয়ে বেশি দরকার স্বাস্থ্য বিধি মানতে হবে।"
তিনি আরও বলেন, "করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় ইতোমধ্যেই হাসপাতালগুলো প্রস্তুত আছে।"
ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে মহামারি মোকাবেলায় নিয়োজিত সামনের সারির কর্মী এবং গণমাধ্যমকর্মীরা অগ্রাধিকার পাবে বলে জানান স্বাস্থ্যসচিব। মহামারির সময় দায়িত্ব পালনকালে যেসব চিকিৎসকরা মারা গেছেন সরকার তাদের পরিবারের দায়িত্ব নিবে বলেও জানান তিনি।