নবীনগর ১০০!
ঈদের পর কর্মমুখী মানুষের চাপ বাড়ছে ঢাকা-আরিচা মহাসড়ক ও পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। যানবাহনের তুলনায় মানুষের বাড়তি চাপ থাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে পরিবহন শ্রমিকেরা। ন্যায্য ভাড়ায় চাহিদা অনুযায়ী যানবাহন না পেয়ে বাধ্য হয়েই বাড়তি ভাড়ায় কর্মস্থলে যাচ্ছে সাধারণ যাত্রীরা।
সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক ও পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এমন চিত্র দেখা যায় সরেজমিনে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে নবীনগরের সাধারণ সময়ের ভাড়া ৩০ টাকা। আর টিকেট কাউন্টারের গাড়িগুলোর ভাড়া ৪০ টাকা। তবে এসব নিয়মনীতির তোয়াক্কা না করে হাকডাক দিয়ে মানিকগঞ্জ থেকে ১০০ টাকায় নবীনগরে যাত্রী নিচ্ছে বিভিন্ন বাস শ্রমিকেরা।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে গাজীপুরগামী যাত্রী সাইদুল ইসলাম বলেন, মানিকগঞ্জ থেকে সাভারের নবীনগরের নির্ধারিত ভাড়া ৩০ থেকে ৪০ টাকা। অথচ পরিবহন শ্রমিকেরা বাসে উঠার সময়ই ১০০ টাকা করে ভাড়া আদায় করছে যাত্রী প্রতি। যাত্রীরা অনেকটা জিম্মি হয়েই বাড়তি ভাড়া দিয়ে কর্মস্থলে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
আনোয়ারা বেগম নামের এক যাত্রী বলেন, পার্শ্ববর্তী ধামরাই উপজেলার কালামপুরে মেয়ের বাড়ি যাওয়ার জন্য আধ ঘন্টা ধরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন তিনি। ১৫ টাকার ভাড়া ১০০ টাকা চাচ্ছে পরিবহন শ্রমিকেরা। অর্থাৎ গাড়িতে উঠলেই ১০০ টাকা ভাড়া অগ্রিম দিয়ে গাড়িতে উঠতে হচ্ছে বলে জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক শুভযাত্রা পরিবহনের এক শ্রমিক বলেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে নবীনগরের ভাড়া ৩০/৪০ টাকা হলেও এখন ১০০ টাকায় যাত্রী নিচ্ছে সবাই। তাই চালকের নির্দেশনা অনুযায়ী তিনিও ১০০ টাকায় যাত্রীর জন্য হাঁকডাক দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।
একই অবস্থা ঢাকামুখী প্রাইভেটকার ও মোটরসাইকেল চালকদের। নির্ধারিত ভাড়ার চেয়ে তিন থেকে চারগুণ বেশি টাকায় যাত্রী নিচ্ছে তারা। আর বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়ায় কর্মস্থলে যাচ্ছে সাধারণ যাত্রীরা।
এসব বিষয়ে জানতে মানিকগঞ্জ ট্রাফিক বক্সের দায়িত্বরত ব্যক্তিরা কোন মন্তব্য করতে রাজি হননি। এছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ জেলার প্রায় ৩৫ কিলোমিটার অংশে প্রশাসনের তেমন কার্যক্রম দেখা যায়নি।