নমুনা না দিয়েও করোনা পজিটিভ!
চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষায় নমুনা দিয়ে যেখানে দুই সপ্তাহেও ফলাফল মিলছে না সেখানে এক সাংবাদিক নমুনা না দিয়েও তাকে করোনা পজিটিভ রেজাল্ট দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ওই সাংবাদিকের মোবাইল নম্বরে আসা এসএমএস এ বলা হয়, রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে তিনি করোনার নমুনা দিয়েছেন। এতে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছে চট্টগ্রামের স্থানীয় সংবাদপত্র দৈনিক পূর্বদেশের সাংবাদিক এম এ হোসাইন। এটিকে ভুল বলে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন।
সাংবাদিক এম এ হোসাইন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সোমবার আমার মোবাইল ফোনে এসএমএস এসেছে আমি নাকি ঢাকায় গত ১৭ জুন নমুনা দিয়েছি। তারা সেটি ১৭ তারিখেই পরীক্ষা করেছে। ফল এসেছে পজিটিভ।
''অথচ আমি ১৭ তারিখে ঢাকায় কোনো নমুনাই দিইনি। এর আগে চট্টগ্রামে করোনার নমুনা দিয়ে ১৪ দিন পর আমার রিপোর্ট দেয় পজিটিভ'' বললেন তিনি।
তিনি আরও বলেন, আমি বিষয়টি চট্টগ্রামের সিভিল সার্জনকে টেলিফোনে জানানোর পর তিনি বলেন, ''এটি ভুলে হয়েছে। আমাকে তিনি সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে রিপোর্টের হার্ড কপির সঙ্গে মিলিয়ে নিতে বলেন।''
ওই সাংবাদিক বলেন, ''করোনা পজিটিভ হয়ে যেখানে আমি বাসায় আইসোলেশনে আছি সেখানে আমাকে সিভিল সার্জন কার্যালয়ে যেতে বলাও এক ধরনের কাণ্ডজ্ঞানহীন প্রস্তাব। তিনি স্বাস্থ্য বিভাগের এমন বিভ্রান্তিকর তথ্য প্রদানে ক্ষোভ প্রকাশ করেন।''
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ''রিপোর্টে গড়মিল নিয়ে আমরা কিছু কিছু অভিযোগ পাচ্ছি। সাংবাদিক এম এ হোসাইন আমাকে বিষয়টি অবহিত করেছেন। এক্ষেত্রে আমাদের কাছে থাকা রিপোর্টের হার্ড কপির সঙ্গে মিলিয়ে নিতে বলি। এই ঘটনায় আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া উপায় নেই । এটি ঢাকা থেকে হয়েছে।''