নিকেতনে যুবলীগ নেতা জি কে শামীমের কার্যালয়ে র্যাবের অভিযান
অবৈধ ক্যাসিনো এবং ব্যবসার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে রাজধানীর নিকেতনে যুবলীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে জি কে শামীমের কার্যালয়ে অভিযান চালিয়েছে র্যাব সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ সারওয়ার আলমের নেতৃত্বে শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে নিকেতনে জিকে বিল্ডার্স কার্যালয় ঘেরাও করে অভিযান শুরু করে এলিট ফোর্স সদস্যরা।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, শামীমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তারা এ অভিযান চালাচ্ছেন। অভিযান শেষে এ বিষয়ে তারা ব্রিফ করবেন বলে জানান তিনি।
নারায়ণগঞ্জ যুবলীগ নেতা শামীম রাজধানীর সবুজবাগ, বাসাবো এবং মতিঝিল এলাকার প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত।
এর আগে গত বুধবার (১৮ সেপ্টেম্বর) অবৈধভাবে ক্যাসিনো চালানোর অভিযোগে গুলশান এলাকা থেকে ঢাকা দক্ষিণ সিটি ইউনিট যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ফকিরেরপুল ‘ইয়াং মেন্স’ ক্লাবের প্রেসিডেন্ট খালেদ মাহমুদ ভুঁইয়াকে গ্রেপ্তার করে র্যাব।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) পৃথক আদালত দুটি মামলায় খালেদকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে।