নেত্রকোনায় প্রথম দিনেই স্বেচ্ছায় করোনার টিকা নিলেন ৯০ বছরের বৃদ্ধা বাসনা
করোনাভাইরাসের টিকা নিয়ে জনমনে যখন নানা অযাচিত সংশয়, ঠিক তখন, প্রথম দিনেই স্বেচ্ছায় টিকা নিয়ে উপস্থিত অনেককে সাহস জুগিয়েছেন প্রায় ৯০ বছর বয়সী এক বৃদ্ধা। তার নাম বাসনা রায়। জেলা সদরের জয়নগর এলাকার মৃত নরেশ রায়ের স্ত্রী তিনি।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম ১৯৩২ সালে।
রোববার সকালে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের টিকাকেন্দ্রে টিকা নেন এই বয়োবৃদ্ধা।
জানা গেছে, ওই দিন সকাল সোয়া ১১টায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু জেলা সদর হাসপাতালের টিকাকেন্দ্রে গিয়ে সবার আগে করোনার টিকা নেন। এরপর অসীম কুমার উকিল এমপি, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়াসহ আরও কয়েকজন বিশেষ ব্যক্তিকে টিকা দেওয়া হয়।
তাদের টিকা নেওয়ার পরপরই ছেলে দিলীপ রায়ের হাত ধরে কেন্দ্রে এগিয়ে আসেন প্রায় ৯০ বছর বয়সী বৃদ্ধা বাসনা রায়। আগে থেকেই অনলাইনে নিবন্ধন করা ছিল তার। তাই স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আধুনিক সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স স্বপ্না আক্তার তার দেহে টিকা প্রয়োগ করেন। এ সময় উপস্থিত সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানান সাহসী বাসনা রায়কে।
টিকা নেওয়ার সময় তাকে একটুও বিচলিত মনে হয়নি। বয়স বেশি হওয়ায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ৩০ মিনিট নিবিড় তত্ত্বাবধানে রাখেন। পরে ছেলেকে নিয়ে বাসায় চলে যান ওই নারী।
এর আগে, টিকা নিতে এসে বাসনা রায় সাংবাদিকদের বলেন, 'আমি অতি বয়োবৃদ্ধ। তাই রোগবালাইয়ের ঝুঁকি বেশি। এ কারণে শুরুতেই টিকা নিতে এসেছি।'
এ ক্ষেত্রে পরিবারের সদস্যরা তাকে উৎসাহিত করেছেন বলে জানান তিনি। একইদিন তার ছেলে দিলীপ রায়ও করোনার টিকা নেন।
উপস্থিত সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আহসান কবীর রিয়াদ বলেন, 'যারা টিকা নিতে গিয়ে নানা সংশয়ে ভুগছেন, তারা এই বয়োবৃদ্ধাকে দেখে উৎসাহিত হতে পারেন।'