পোষা টিয়ার সন্ধানে ৫০ হাজার টাকা পুরস্কার
রাজধানীর গুলশান এলাকার দেয়াল ছেয়ে গেছে একটি পোষা টিয়ার নিখোঁজ-বার্তায়। দেয়ালে দেয়ালে সাঁটানো হয়েছে পোস্টার আর তাতে একটি পাখির ছবি। 'পাখি হারানো বিজ্ঞপ্তি' শিরোনামের সে পোস্টারে উল্লেখ করা হয়, পাখিটির সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।
পোস্টারটিতে আরো লেখা রয়েছে, "কিউই (টিয়া) পাখিটি নিজের নাম বলতে পারে"।
পাখিটির মালিক ফাইজা ইব্রাহিম গুলশান-১ এলাকার বাসিন্দা। পাখিটিকে কিউই নামে ডাকতেন তিনি। গত ৩ অক্টোবর থেকে পাখিটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ফাইজা ইব্রাহীম বিবিসিকে জানিয়েছেন, সান কন্যুর প্রজাতির এই টিয়া পাখিটি ২০১৮ সালে কেনেন তিনি। সান কন্যুর পাখির জন্ম দক্ষিণ আমেরিকায়। এটি মূলত একটি কেজ বার্ড বা খাঁচায় পোষা পাখি।
পোষা পাখিটি ছেড়ে দেয়া থাকতো। বাড়ির সবার প্রিয় হওয়ার কাঁধে কাঁধে ঘুরে বেড়াতো, শুধু রাতের বেলায় খাঁচায় থাকত।
টিয়ার মালিক জানিয়েছেন, এই নিয়ে তৃতীয়বারের মতো পাখিটা হারিয়েছে। এর আগেও পাখি খুঁজে পেতে পুরস্কারের কথা ঘোষণা করেছিলেন তিনি।
বিবিসিকে ফাইজা বলেন, "আমার কাছে টাকার চেয়ে বড় হল পাখিটাকে পাওয়া। আমি টাকার অংকটাও বেশি দিয়েছি। কারণ একটা মানুষ কষ্ট করে পাখি খুঁজে দেবে, তার অবশ্যই পুরস্কার পাওয়া উচিৎ"।
টিয়া হারানোর এই প্রতিবেদন বাইরের গণমাধ্যমেও স্থান পেয়েছে। যেমন- ভারতীয় আনন্দবাজার পত্রিকা 'পোষা টিয়া নিখোঁজ, সন্ধান পেতে ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা, ঢাকায় পড়ল পোস্টার' শিরোনামে রিপোর্ট করেছে।