প্রত্যাবাসন ঠেকাতেই রোহিঙ্গা ক্যাম্পে অঘটন: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রত্যাবাসন ঠেকাতেই রোহিঙ্গা ক্যাম্পে পরিকল্পিতভাবে বিভিন্ন অঘটন ঘটানো হচ্ছে।
মন্ত্রী বলেন, "রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে। যারা রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না, যাদের স্বার্থে আঘাত লাগে- তারাই হয়তো এমন অঘটন ঘটাতে পারে"।
শুক্রবার ভোরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনা প্রসঙ্গে সকালে সিলেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
তবে এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানেন না জানিয়ে মন্ত্রী বলেন, "আমরা পুরো বিষয়টার খোঁজখবর নিচ্ছি"।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, "রোহিঙ্গা ক্যাম্প ও এর বাইরে আইনশৃংখলা পরিস্থিতির উন্নতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে গতকালই বৈঠক হয়েছে। এর পরপর এমন ঘটনা সত্যিই আতঙ্কের বিষয়"।
রোহিঙ্গা ক্যাম্প ঘিরে মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে প্রয়োজনে মিয়ানমার সীমান্তে গুলি চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলেও জানান তিনি।
দুইদিনের সফরে শুক্রবার সকালে সিলেট পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও জালালাবাদ এসোসিয়েশনের আয়োজনে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী।
এরপরই রোহিঙ্গা ক্যাম্পের ঘটনায় সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।