প্রদীপ কেন সিনহা হত্যার পরিকল্পনা করেছিলেন?
অবৈধ ইয়াবা ব্যবসার সঙ্গে টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমারের জড়িত থাকার তথ্য প্রকাশ করতে চেয়েছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেয়র সিনহা রাশেদ খান। আর এ কারণেই তাকে হত্যার নীল নকশা করেন ওসি প্রদীপ। রোববার র্যাব এ কথা জানিয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, এ বছরের জুনে একজন ইউটিউবার হিসেবে টেকনাফে একটি ডকুমেন্টারির শুটিং করতে এসে সিনহা রাশেদ খান জানতে পারেন, অবৈধ ইয়াবা ব্যবসার সঙ্গে ওসি প্রদীপের সম্পৃক্ততা রয়েছে এবং ক্ষমতার অপব্যবহার করে এই পুলিশ কর্মকর্তা স্থানীয় মানুষের কাছে ত্রাসে পরিণত হয়েছেন।
ওই ডকুমেন্টারির জন্য সিনহা টেকনাফে কিছু স্থানীয় অধিবাসীর সাক্ষাৎকার নেন।
প্রদীপ তার সব অপকর্মের প্রমাণ লোপাট করতে চেয়েছিলেন, যেগুলো সিনহার প্রকাশ করে দেওয়ার সম্ভাবনা ছিল। এ কারণেই সিনহাকে নিজের জন্য হুমকি ভাবতে শুরু করেন ওসি প্রদীপ।
ইয়াবা চোরাচালানে ওসি প্রদীপের সংশ্লিষ্টতা সম্পর্কে মন্তব্য নিতে তার কাছে হাজির হলে সিনহাকে নিজের জন্য হুমকি মনে করেন প্রদীপ, বলে জানিয়েছেন ওই র্যাব কর্মকর্তা।
আর এ কারণেই সিনহাকে হত্যার পরিকল্পনা করেন ওসি প্রদীপ।
এরপর ফোনে প্রদীপের নির্দেশ পেয়ে এসআই লিয়াকত আলী টেকনাফের বাছরছড়া ইউনিয়নের শ্যামলাপুর পুলিশ চেকপোস্টে এ বছরের ৩১ জুলাই রাতে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করে হত্যা করেন।