বইমেলা খোলা থাকবে মাত্র সাড়ে ৩ ঘণ্টা
দেশে করোনাভাইরাসের সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ায় বইমেলার সময়সূচিতে পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। এখন থেকে বইমেলা ৫ ঘণ্টার পরিবর্তে সাড়ে তিন ঘণ্টা খোলা থাকবে।
বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'দেশের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে "অমর একুশে গ্রন্থমেলা ২০২১"-এর সময়সূচিতে আজ ৩১ মার্চ ২০২১ থেকে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বইমেলা শুরু হবে বেলা ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা ৬: ৩০টায়।'
কোভিড পরিস্থিতির কারণে ফেব্রুয়ারির পরিবর্তে এ বছর গত ১৮ মার্চ থেকে বইমেলা শুরু হয় যা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। বুধবারের ঘোষণার আগ পর্যন্ত মেলার দুয়ার খোলা থাকতো বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।