বকশিস কম পেয়ে রোগীর অক্সিজেন মাস্ক খুলে দেওয়া সেই কর্মচারী আটক
৫০ টাকা বকশিস কম পেয়ে অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় তরুণের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আসাদুজ্জামান ধলুকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র্যাব।
ধলু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের অস্থায়ী কর্মচারী।
বৃহস্পতিবার ভোরে ঢাকার আব্দুল্লাহপুর থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সোহরাব হোসেন।
এ বিষয়ে আজ ঢাকায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহন হন ১৮ বছর বয়সী তরুণ বিকাশ চন্দ্র কর্মকার। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে (নিচ তলা) চিকিৎসা শেষে মাথায় ব্যান্ডেজ এবং মুখে অক্সিজেন মাস্ক দিয়ে স্ট্রেচারে করে সার্জারি বিভাগে (তৃতীয় তলা) নেন হাসপাতালের কর্মচারী আসাদুজ্জামান ধলু। তৃতীয় তলায় গিয়ে বিকাশের বাবা বিশু চন্দ্র কর্মকারের কাছে বকশিস হিসেবে ২০০ টাকা দাবি করেন ধলু। ওই সময় বিশু কর্মচারী ধলুকে ১৫০ টাকা দেন। কিন্তু ৫০ টাকা কম পেয়ে ধলু ক্ষিপ্ত হয়ে মুমূর্ষু রোগী বিকাশের অক্সিজেন মাস্ক খুলে দেন বলে অভিযোগ উঠেছে। এতে সঙ্গে সঙ্গে মারা যান বিকাশ। পরে বিকাশের মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ধলু। মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে শজিমেক হাসপাতালে এই ঘটনা ঘটে।
বিকাশ গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পুটিমারী গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যায় সাঘাটা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন বিকাশ। চিকিৎসার জন্য তাকে শজিমেক হাসপাতালে নেয়া হয়েছিল।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, "ধলু হাসপাতালের নিয়মিত কোন কর্মচারী নয়। হাসপাতালের কাজে মাঝে মাঝে দৈনিক মজুরির ভিত্তিতে কিছু লোক নেওয়া হয়। ধলুকে নেওয়া হয়েছিল করোনা টিকার বুথে কাজ করার জন্য।"