বগুড়ায় প্রতিবন্ধীদের জন্য কিশোর-কিশোরীদের ত্রাণ সামগ্রী বিতরণ
বগুড়ার কাহালুর উপজেলার নারহট্ট গ্রামে করোনায় কর্মহীন প্রতিবন্ধীদের মধ্যে চাল ও তেলসহ নানা ধরনের ত্রাণ বিতরণ করে কিশোর-কিশোরীদের সংগঠন 'স্বর্ন কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন'।
বৃহস্পতিবার সকালে ওই উপজেলার বিভিন্ন গ্রামের ৩০জন বাক, শ্রবণ, দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে এই সহায়তা দেওয়া হয়।
সংগঠনটির সিনিয়ন প্রোগাম অফিসার শিরিন আক্তার জানান, দেশের ৮টি বিভাগে সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের নিজস্ব তহবিলের পাশাপাশি সদস্যদের অভিভাবকরাও এ কাজে সহযোগিতা করেছেন।
কাহালু উপজেলার দরগাহাট গ্রামের আমজাদ হোসেন (৭০) হোসেন জানান, তিনি গত ৪ বছর সরকারি সহযোগিতার জন্য কার্ড পাওয়ার চেষ্টা করছেন। কয়েক বছরের মধ্যেই এ দূর্যোগেই তিনি সহযোগিতা পেলেন।
'এই সহযোগিতার ফলে আমার পরিবারের সদস্যরা আগামী কয়েকদিন কিছুটা হলেও ভালো থাকবে', বললেন আমজাদ হোসেন।
বাক ও শ্রবণ প্রতিবন্ধী বাবু মিয়ার বাবা বুলু প্রামানিক জানান, তার ছেলে পুরোপুরি তার ওপর নির্ভরশীল। পেশায় রিক্সাভ্যানচালক বুলু প্রামানিক জানান, দোকানপাটসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তার আয়-রোজগার কমে গেছে একেবারেই। এই সহযোগিতা বর্তমান পরিস্থিতিতে তার পরিবারের সদস্যদের জন্য জরুরি ছিল।
বিপদে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক মূল্যবোধ লালনে এ সংগঠনটি দেশের বিভিন্ন এলাকায় কাজ করছে বলে জানান সংগঠনের সদস্যরা। 'ভাল খাব ভাল থাকবো' এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সংগঠনটি ইতোমধ্যে দেশের ৮টি বিভাগে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে।