বন্ধের ঘোষণা প্রত্যাহার, চালু হচ্ছে জাহাজ ভাঙা কারখানা
আগামীকাল বৃহস্পতিবার থেকে আবারো চালু হচ্ছে জাহাজ ভাঙা কারখানা। ভ্যাট ফাঁকির অভিযোগে, চারটি কারখানায় অভিযান চালিয়ে নথিপত্র ও কম্পিউটার জব্দ করার প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের ঘোষণা দিয়েছিল জাহাজ ভাঙা মালিকদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন।
এনিয়ে বৈঠকে সমস্যার সমাধান হওয়ায় প্রত্যাহার করা হয়েছে ধর্মঘট। ফলে আগামীকাল থেকে আবারও শুরু হচ্ছে জাহাজভাঙা শিল্পের কার্যক্রম।
বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) সচিব নাজমুল ইসলাম।
তিনি বলেন, 'ভ্যাট কমিশনের সাথে আজ সকালে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভ্যাট অফিসারদের সাথে আমাদের সমস্যাটির সমাধান হয়েছে। তাই আমরা আগামীকাল সকাল থেকে পুনরায় কাজ শুরু করব।
এর আগে গতকাল মঙ্গলবার ভ্যাট ফাঁকির অভিযোগ এনে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী এলাকার চারটি জাহাজ ভাঙা কারখানায় অভিযান চালিয়ে নথিপত্র ও কম্পিউটার জব্দ করে ভ্যাট কমিশন। এর প্রতিবাদে আজ বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয় সংগঠনটি।