বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহত ৫, আহত অনেক
চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপ ও চীন ভিত্তিক সেপকোথ্রি'র মালিকানাধীন নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষে অন্তত পাঁচজন মারা গেছেন, আহত হয়েছেন বেশ কয়েক জন।
মৃতদের মধ্যে চারজন হলেন, শুভ (২৩), রাহাত (২৪),আহমেদ রেজা (১৯) ও রনি হোসাইন (২২)।
"বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে বিক্ষোভ করছিলেন শ্রমিকরা। বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ," দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম।
"শ্রমিকরা ইট-পাটকেল ছোড়া শুরু করলে সংঘর্ষ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি করে," বলেন পুলিশের এই কর্মকর্তা।
তবে কতোজন শ্রমিক মারা গেছেন তা নিশ্চিতভাবে জানাতে পারেননি তিনি।
মৃত্যুর সংখ্যা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার বলেন, "১২ জনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।"
"বুলেটের ক্ষতসহ আশঙ্কাজনক অবস্থায় ১২ জনের বেশি মানুষকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে একজন মারা গেছেন," বলেন সিএমসিএইচ পুলিশ আউটপোস্টের পরিদর্শক জহির উদ্দিন ভূঁইয়া।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিউজ্জামান চৌধুরী বলেন, "আমরা শুনেছি সংঘর্ষে দুইজন মারা গেছেন,"
এর আগে ২০১৬ সালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয়দের সংঘর্ষে চারজন মারা যান, আহত হয় প্রায় তিন ডজন মানুষ। পরবর্তীতে ২০১৭ সালে আরও একজন মারা যান।