বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াবে হাঙ্গেরি
আগামী বছর থেকে বাংলাদেশি শিক্ষার্থীদেরকে প্রদানকৃত বৃত্তির সংখ্যা বাড়াবে হাঙ্গেরি সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো এ আশ্বাস দিয়েছেন।
প্রেস রিলিজ থেকে জানা গেছে, গত বুধবার জেনেভাতে পিটার সিজ্জার্তোর সাথে একটি দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর আঞ্চলিক পর্যালোচনা সভায় অংশগ্রহণের জন্য সেসময় তারা দু'জনই ছিলেন জেনেভায়। ২০২২ সালের জানুয়ারিতে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন (এলডিসি ৫) এর প্রস্তুতি হিসেবে এ সভার আয়োজন করা হয়।
তাদের এ বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থের বিষয়গুলোর পাশাপাশি বহুপাক্ষিক বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়। এছাড়া, হাঙ্গেরির কনস্যুলেট চালু করার বিষয়েও আলোচনা হয় এ বৈঠকে।
বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনার পাশাপাশি স্বাস্থ্য খাতে সহযোগিতার ব্যাপারে সম্মতি দেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।
এসময় বাংলাদেশি শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদানের জন্য হাঙ্গেরিয়ান পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান আবদুল মোমেন।