বাংলাদেশে ট্রায়ালের অনুমতি পেতে যাচ্ছে ভারতের কোভ্যাক্সিন
ভারতীয় কোম্পানি ভারত বায়োটেকের উদ্ভাবিত কোভিড-১৯ ভ্যাকসিন 'কোভ্যাক্সিন' বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন পেতে যাচ্ছে।
বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন চেয়ে কোভ্যাক্সিনের আবেদনের জবাবে কিছু শর্ত দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি)।
এসব শর্ত পূরণ করলে শিগগিরই বাংলাদেশে হিউম্যান ট্রায়ালের অনুমোদন পেতে যাচ্ছে ভারত বায়োটেক।
মঙ্গলবার বিকেলে বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানিয়েছেন বিএমআরসি'র পরিচালক অধ্যাপক ডা. রুহুল আমিন।
তিনি বলেন, "আমরা কোভ্যাক্সিন অনুমোদনের জন্য শর্ত দিয়েছি। শর্ত খুব ছোট। তাদের আবেদনের মধ্যে দুই একটি ভুল ছিলো সেগুলো ঠিক করে আনলে আমরা অনুমোদন দিবো জানিয়ে তাদের চিঠি পাঠিয়েছি। তবে এখন পর্যন্ত তাদের কোন উত্তর পাইনি। কোভ্যাক্সিনের কনট্রাক্ট রিসার্স অর্গানাইজেশন (সিআরও) হল আইসিডিডিআর,বি। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে আমরা তাদের চিঠি পাঠিয়েছি।"
তিনি আরো বলেন, "আমরা মোটামুটি অ্যাপ্রুভ্যাল দেয়ার জন্য রেডি রয়েছি। তারা রিপ্লাই দিলে আমরা অ্যাপ্রুভ্যাল দিবো। যত তাড়াতাড়ি তারা রিপোর্ট দিবে তার ওপর নির্ভর করছে অনুমোদন প্রাপ্তি।"
বিএমআরসির অনুমোদনের পর ট্রায়াল শুরুর আগে বাংলাদেশে ভ্যাকসিনের স্যাম্পল আনতে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে অনুমোদন নিতে হবে বলে জানান জানান ডা রুহুল আমিন।
ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অব সায়েন্টিফিক রিসার্চ মিলে কোভ্যাক্সিন তৈরি করেছে। গত জানুয়ারিতে এ টিকা ভারতে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে।
এরপর বাংলাদেশে এ টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর জন্য গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়েই সরকারের কাছে আবেদন করা হয়। ভারত বায়োটেক বাংলাদেশে আইসিডিডিআর,বির মাধ্যমে এ টিকার পরীক্ষামূলক প্রয়োগ করবে।