বাংলাদেশে পাঁচশ’ কোটি ডলার বিনিয়োগ করতে চান সৌদি ব্যবসায়ীরা
বাংলাদেশে পর্যটন ও বিমান চলাচলের মতো বিভিন্ন সম্ভাবনাময় খাতে ৫শ' কোটি ডলার বিনিয়োগে আগ্রহী সৌদি উদ্যোক্তারা।
আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা জানান ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউছেফ ইসা আল- দুলাইহান।
সৌদি বিনিয়োগকারীদের বাংলাদেশ সাদর অভ্যর্থনা জানাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নের স্বার্থে আমরা সৌদি বিনিয়োগকারীদের সঙ্গে কাজ করার সুযোগ পেলে অবশ্যই আনন্দিত হব। একইসঙ্গে, আমরা বিশ্বাস করি দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে বিমান পরিবহন শিল্পের প্রভূত উন্নয়ন হবে।"
মহামারির মধ্যে সৌদি আরবে অবস্থান করা বাংলাদেশি শ্রমিকদের প্রতি যত্নশীল হওয়ায় সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন মাহবুব আলী।
সৌদি আরবের সঙ্গে বিশেষ ব্যবস্থার আওতায় রাষ্ট্রীয় সংস্থা- বাংলাদেশ বিমান ফ্লাইট পরিচালনা করছে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। এসময় তিনি সৌদি কর্তৃপক্ষের প্রতি নিয়মিত ফ্লাইট চলাচলের অনুমতি দিয়ে, দেশে ফিরে এসে যোগাযোগ নিষেধাজ্ঞার কারণে সৌদিতে ফিরতে না পারা; প্রবাসী কর্মীদের ফিরিয়ে নেওয়ার অনুরোধ করেন।
সৌদি রাষ্ট্রদূত এব্যাপারে আশ্বস্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান।
সৌদি প্রবাসী বাংলাদেশিদের কর্ম-দক্ষতার উচ্চ-প্রশংসা করে তিনি বলেন, সৌদি মালিকেরা তাদের দক্ষতা এবং কঠোর পরিশ্রমের মানসিকতায় মুগ্ধ। এজন্য সৌদিতে অবস্থান করা সকল বাংলাদেশিকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনও এসময় সেখানে উপস্থিত ছিলেন।