বান্দরবান জেলা প্রশাসকের কোভিড-১৯ পজিটিভ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলাম। জেলা সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় জেলা প্রশাসক এবং শহরের বেসরকারি একটি হাসপাতালের একজন চিকিৎসা কর্মকতার কোভিড-১৯ পজিটিভ আসে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে।
'জেলা প্রশাসক আপাতত তার বাস ভবনে রয়েছেন। বেসরকারি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা তার নমুনা দিয়ে চট্টগ্রাম শহরে চলে গেছেন", যোগ করেন সিলিভ সার্জন ডা. অংসুইপ্রু মারমা।
এদিকে পার্বত্য এ জেলায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সদর উপজেলা পৌরসভা এলাকা এবং রুমা উপজেলাকে 'রেড জোন' ঘোষণা করেছে প্রশাসন। বুধবার দুপুর থেকে ওই এলাকাগুলোতে চলছে অনির্দিষ্টকালের 'লকডাউন'।
অবরুদ্ধ এ দুটি এলাকায় জরুরি সেবা ছাড়া সব ধরনের ব্যক্তিগত যানবাহন এবং গণপরিবহন বন্ধ রয়েছে। এ ছাড়া শহর থেকে কোনো উপজেলায় ছেড়ে যাচ্ছে না যানবাহন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম হোসেন জানান, প্রশাসনের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে।