বুয়েটে শিক্ষার্থীদের আন্দোলনের আজ পঞ্চম দিন, উপাচার্য আসবেন বিকালে
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যার ঘটনায় তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের আজ পঞ্চম দিন। কয়েক শত শিক্ষার্থী শুক্রবার সকাল ১১টা থেকেই তাদের দাবির সপক্ষে শহীদ মিনারের সামনে জমায়েত হতে থাকেন।
সেখান থেকে শিক্ষার্থীরা পরে একটি মিছিল বের করেন। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি শেষ হয়।এ সময় তারা তাদের দাবি-সম্বলিত শ্লোগানে মুখর করেন গোটা ক্যাম্পাস।
বুয়েট উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিকালে তাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করতে বসবেন।
শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম মুখপাত্র তিথি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, বিকাল পাঁচটা পর্যন্ত তারা অপেক্ষা করবেন।
“এই সময়ের মধ্যে কর্তৃপক্ষের কেউ এসে আমাদের দাবি নিয়ে কথা না বললে সন্ধ্যায় আমরা আন্দোলন নিয়ে নতুন কর্মসূচি দেব”-- জানালেন তিনি।
বাইশ বছর বয়সী আবরার ফাহাদ ছিলেন বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শের-ই-বাংলা হলের ১০১১ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী এই তরুণ কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে ঢাকায় তার হলে ফিরে আসেন ৬ অক্টোবর রোববার সন্ধ্যায়। এরপর তাকে হলের টর্চার রুম খ্যাত ২০১১ নম্বর কক্ষে ডেকে নিয়ে যান ছাত্রলীগের কয়েক জন সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের আরও কজন শিক্ষার্থী। মধ্যরাত পর্যন্ত তার ওপর নিপীড়ন চালানোর ফলে মারা যান আবরার।
৭ অক্টোবর ভোরে তার মৃতদেহ হলের সিঁড়ির কাছে পাওয়া গেলে ক্ষুব্ধ ও হতবাক বুয়েট শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। তাদের দশ দফা দাবির মধ্যে রয়েছে, দ্রুত বিচার আদালতে আবরার হত্যার বিচার, মামলার খরচ বিশ্ববিদ্যালয় কর্তপক্ষের বহন, আবরারের পরিবারকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ক্ষতিপূরণ দান, ক্যাম্পাস থেকে র্যাগিং নির্মূল ও র্যাগিংয়ের জন্য দায়ীদের চিরতরে বহিষ্কারসহ ক্যাম্পাসে দলীয় রাজনীতি নিষিদ্ধকরণ।