বেতন না দিয়ে পোষাক কারখানায় তালা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ
চট্টগ্রামে ১৪০০ শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
সিইপিজেড (চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজতাকরণ এলাকা) এর পদ্মা ওয়্যারস লিঃ কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ কর্মসূচী পালন করে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে ইপিজেডের ৪ নম্বর সেক্টরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ওই কারখানার শ্রমিক লিয়াকত জানান, ১৪০০ শ্রমিকের চার মাসের বেতন, বোনাস, ওভারটাইম সহ অন্যান্য পাওনা পরিশোধ না করে কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এজন্য আমরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। পাওনা পরিশোধে আমরা শ্রম আদালতে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছি।
ইপিজেড থানার অফিসার ইনচার্য (ওসি) উৎপল বড়ুয়া জানান, বৃহস্পতিবার সকালে শ্রমিকরা তাদের বেতন পরিশোধের বিষয়ে বিক্ষোভ মিছিল করে। পরবর্তীতে তারা শ্রম আদালতে মামলা করতে চলে যায়।
এ বিষয়ে কথা বলতে পদ্মা ওয়্যারস লি: এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নজরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনের সংযোগ রিসিভ করেননি।