ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পাওয়া গেছে। শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের তালশহর রেলওয়ে স্টেশনের অদূরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে রেলওয়ে থানা পুলিশ।
ট্রেনে যাত্রী সেবার দায়িত্বরত মুন্না জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি তালশহর রেলওয়ে স্টেশন ছেড়ে কিছুদূর যাওয়ার পর 'ট' ও 'ঠ' বগির সংযোগস্থলে আগুন লাগে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তবে আগুন বড় আকারে ছড়িয়ে পড়ার আগেই ট্রেনে থাকা সিলিন্ডার দিয়ে নেভানো হয়।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিউল আজম বিষয়টি নিশ্চিত করে জানান, জেনারেটরের ক্যাবলে ত্রুটির কারণে দুই বগির সংযোগস্থলের রাবারে আগুন লাগে। পরে রেলের গার্ড এবং পুলিশ সম্মিলিতভাবে আগুন নেভায়।
পরে ট্রেনটি আজমপুর রেলওয়ে স্টেশনে থামার পর পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর সন্ধ্যা ছয়টার কিছুক্ষণ আগে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।