ব্ল্যাকমেইলের অভিযোগে দুই মডেল গ্রেপ্তার: ডিবি পুলিশ
ব্ল্যাকমেইল করার অভিযোগে রাজধানীর বারিধারা এবং মোহাম্মদপুরে অভিযান চালিয়ে দুই নারী মডেলকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফারিয়া মাহবুব পিয়াসা এবং মৌ আক্তার।
পিয়াসাকে তার বারিধারার বাসা থেকে এবং মৌকে মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিবির গুলশান ডিভিশনের অতিরিক্ত ডেপুটি কমিশনার মহিদুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "পিয়াসার বাড়ি থেকে মদ, অবৈধ ইয়াবা এবং শিশা জব্দ করা হয়েছে।"
"এই মডেলরা উচ্চবিত্ত ব্যক্তি ও তাদের সন্তানদের বিভিন্ন পার্টিতে আমন্ত্রণ জানাতো। পরবর্তীতে তাদের আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করা হতো," গণমাধ্যমকে বলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (উত্তর) যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ।
এ বিষয়ে মোহাম্মদপুর এবং গুলশান থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হবে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, "ব্ল্যাকমেইলের অভিযোগ নিয়ে তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ দায়ের করা হয়েছে।"
আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদের সাবেক স্ত্রী মডেল ফারিয়া মাহবুব পিয়াসা। বনানী রেইনট্রি ধর্ষণ মামলায় ২০১৮ সালে সামনে আসে পিয়াসার নাম।
সম্প্রতি গুলশানে কলেজ ছাত্রী মুনিয়ার আত্মহত্যার ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে পিয়াসার নাম প্রকাশিত হয়।
মুনিয়ার গুলশানের ভাড়া বাসার মালিক ছিলেন পিয়াসার পারিবারিক বন্ধু। মুনিয়ার মামলার তদন্তে পিয়াসাকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ।