ভয়াবহ অগ্নিকাণ্ডে যেই জড়িত থাকুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: র্যাব ডিজি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুড লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পেছনে যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন।
আজ শুক্রবার (৯ জুলাই) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, ঘটনার পর থেকে এখন পর্যন্ত তিনটি সংস্থা; ফায়ার ব্রিগেড, জেলা প্রশাসন ও কলকারখানা অধিদপ্তর আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির প্রতিবেদনে, যাদের গাফিলতি উঠে আসবে তারা যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. নাসির উদ্দীন আহমেদ বলেন, ছয় তলা বিল্ডিং এর চারতলায় নেট ছিল। সেই নেটের জন্য শ্রমিকেরা উপরের দিকে উঠতে পারেনি। যদি তারা উপর ফ্লোরে উঠতে পারতো- তাহলে মৃত্যুর সংখ্যা কমে আসতো। আমরা ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। আমাদের প্রতিবেদনে এই বিষয়গুলো উঠে আসবে।