ভূমি সংক্রান্ত সেবা পেতে ৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ লেনদেন: টিআইবি
ভূমিসংক্রান্ত যেকোনো সেবা পেতে মানুষকে ১০০০ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। আর দলিলের নকল উত্তোনের জন্য দিতে হয় ৭০০০ টাকা ঘুষ।
‘ভূমি দলিল নিবন্ধন সেবায় সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শিরোনামে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
আজ সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে টিআইবির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
এই ঘুষ বানিজ্যের সঙ্গে সাব রেজিস্ট্রার, সহকারী মোহরাব, নকল নবীশ ও দলিল লেখকদের একাংশ জড়িত বলে প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, এই ঘুষের অর্থের ১০ থেকে ৫০ শতাংশ যায় সাব রেজিস্ট্রারের পকেটে, বাকিটা পদ মর্যাদা অনুযায়ী সকলের মধ্যে ভাগবাটোয়ারা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।