মঙ্গলবার সকাল থেকে চুয়াডাঙ্গার দুই এলাকায় ‘রেড জোন’
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চুয়াডাঙ্গার দর্শনা পৌর এলাকার ৫ ও ৭ নম্বর ওয়ার্ডকে 'রেড জোন' হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে ওই এলাকাবাসীকে 'রেড জোন' বিধি মেনে চলতে হবে।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান প্রমুখ।
সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, মঙ্গলবার সকাল থেকে ওই এলাকার মানুষদের 'রেড জোন' বিধি মেনে চলতে হবে। (লকডাউন চলাকালে) যারা দরিদ্র তাদের জন্য ত্রাণ সহায়তার ব্যবস্থাও গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, দর্শনা পৌর এলাকায় এখন পর্যন্ত ১৫ পুলিশসহ ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মহামারি বিস্তার ঠেকাতে দেশব্যাপী এখন সংক্রমণ সংখ্যা অনুসারে এলাকাভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রেড, ইয়েলো এবং গ্রিন জোন চিহ্নিত অঞ্চলের মাঝে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে এমন এলাকা আনা হচ্ছে রেড জোনের আওতায়।