মারা গেছেন ড. সালেহীন কাদরী
র্যামন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরীর স্বামী, ড. সালেহীন কাদরী মারা গেছেন।
আজ (বুধবার) রাত ৩টায় তিনি রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অধ্যাপক ড. সালেহীন কাদরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন।
আজ বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে তার নামাজ-এ-জানাজা অনুষ্ঠিত হবে। এরপর অধ্যাপক কাদরীকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
একদিন আগেই ড. সালেহীন কাদরীর স্ত্রী, ড. ফেরদৌসী কাদরী এশিয়া মহাদেশের সর্বোচ্চ সম্মান ও এশিয়ার নোবেল হিসেবে বিবেচিত র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।
ড. ফেরদৌসী কাদরী আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) মিউকোসাল ইমিউনোলজি এবং ভ্যাকসিনোলজি ইউনিটের জ্যেষ্ঠ বিজ্ঞানী হিসেবে দায়িত্ব পালন করছেন; তিনি বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য কম দামে নতুন ধরনের কলেরা টিকা উন্নয়নে কাজ করেছেন।