মুশতাকের মৃত্যুতে ছাত্র সংগঠনের প্রতিবাদ অব্যাহত
কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে শনিবার সকাল থেকে আন্দোলনে নেমেছে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
ছাত্র ফেডারেশনের সদস্যরা তার মৃত্যুর তদন্তের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল শুরু করে শাহবাগের দিকে এগিয়ে যান।
তারাও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে দাবি তোলেন।
তবে শাহবাগ থানার সামনেই তারা মিছিল থামিয়ে টিএসসির দিকে ফিরে যান।
এদিকে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদস্যরা মুশতাকের মৃত্যুর প্রতিবাদে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। কর্তৃপক্ষের কাছে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করেন তারা।
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার জন্য গত বছরের ৫ মে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় কাকরাইল ও লালমাটিয়া থেকে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মোশতাক আহমেদকে গ্রেপ্তার করেছিল র্যাব।
মামলার এজাহারে বলা হয়, অভিযুক্তরা 'আই এম বাংলাদেশি' নামক ফেসবুক পেজের মাধ্যমে ভুল তথ্য ও গুজব প্রকাশ করেছে, যা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
এই মামলায় অভিযুক্ত দুইজনকে জামিনে মুক্তি দেওয়া হলেও ছয়বার মুশতাক ও কিশোরের জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হয়।
কারা কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে মুশতাক অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারাগারের হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ৮টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।