মেজর সিনহার হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে: সেনা প্রধান
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের হত্যাকাণ্ডে যে বা যারাই জড়িত থাকুক, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে বলে জানালেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।
"আমরা এটিকে একটি বিচ্ছিন ঘটনা বলেই মনে করছি। আমরা একইসঙ্গে একটি সুষ্ঠ এবং স্বচ্ছ তদন্ত চাই,' বুধবার পুলিশের ইন্সপেক্টর জেনারেল বেনজির আহমেদের সঙ্গে বৈঠকের পর কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে সেনা প্রধান এ কথা বলেন।
জেনারেল আজিজ আহমেদ আরও বলেন, 'প্রধানমন্ত্রী শেখা হাসিনা মেজর সিনহার পরিবারের সঙ্গে সাক্ষাত করেছেন এবং একটি সুষ্ঠু তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন'।
আইজিপি বেনজির আহমেদ জানান, 'করোনা মহামারি এবং এমনকি বর্তমান বন্যা পরিস্থিতিতে পুলিশ ও সেনাবাহিনী সর্বদা একসঙ্গে কাজ করে আসছে। এই হত্যাকাণ্ডকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার অনুরোধ করছি আমি। কিছু লোক এই ঘটনাটিকে 'পুলিশ বনাম সেনাবাহিনী' দ্বন্দ্ব বলে দেখানোর চেষ্টা করছে। বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী দেশের দক্ষ দুটি বাহিনী। এই ধরণের উসকানিতে আমরা পড়ব না।'
গত শুক্রবার রাতে বাংলাদেশের কক্সবাজারের মেরিন ড্রাইভে এক পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান নিহত হন।