মোদীকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব: পররাষ্ট্রমন্ত্রী
ভারতের পররাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন সফর নিয়ে বাংলাদেশে একটি অংশের বিরোধীতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, "ভারতের প্রধানমন্ত্রী আসছেন, এটা আমাদের জন্য আনন্দের। কেউ কেউ বিরোধিতা করছেন। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, এখানে নানা মতের লোক রয়েছেন। এ নিয়ে আমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেব।"
আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ঢাকা সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, মোদির সফর নিয়ে মৌলবাদীদের বিরোধিতা নিয়ে আমরা চিন্তা করছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন কীভাবে মৌলবাদীদের নিয়ন্ত্রণে রাখতে হয়। বাংলাদেশের মানুষও জানে কীভাবে তাদের মোকাবেলা করতে হয়।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, "মোদীসহ দক্ষিণ এশিয়ার ৫টি দেশের নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতার সুবর্নজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষীকি অনুষ্ঠানে অংশ নিতে আসছেন। তাই যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, বঙ্গবন্ধুকে স্বাধীনতার স্থপতি হিসেবে মানেন, তাদের উচিত এসব কর্মসূচি ও বিরোধীতা থেকে বিরত থাকা।"