মোদির বাংলাদেশ সফরে সই হবে তিনটি সমঝোতা স্মারক
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিবেশী দেশটির সরকার প্রধানের এ সফরে বাংলাদেশের সঙ্গে ভারতের তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা। (কোনও শীর্ষ সম্মেলন ছাড়া) মাত্র ১০ দিনের মধ্যে পাঁচজন সরকারপ্রধান আগে কখনোই আসেননি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও বাংলাদেশের এই আয়োজনে অংশ নেবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ, শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী এবং ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "এটি খুব অস্বাভাবিক সময় (করোনাভাইরাসের কারণে)... তারপরও আমাদের প্রতিবেশী দেশগুলোর সরকারপ্রধানরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন।"
সফরকালে নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, "দুই পক্ষের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে। সেগুলো এখনও চূড়ান্ত হয়নি।"