মোড়ে মোড়ে যাত্রীদের অপেক্ষা, থেমে থেমে চলছে বাস
গণপরিবহনে আসন সংকটের কারনে রাজধানীতে মোড়ে মোড়ে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। অতিরিক্ত চাপে রাস্তায় তৈরি হয়েছে যানজট।
রোববার সকাল থেকে রাজধানীর প্রায় সব একালায় ভোগান্তির শিকার হয়েছে অফিসগামী যাত্রীরা। আসন্ন লকডাউনের কারণে অনেকে গ্রামের বাড়ির উদ্দ্যেশ্যে রওনা হওয়ায় ভিড় বেশি হয়েছে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।
মহাখালী আমতলী চেকপোস্টে কর্মরত রবরব পরিবহনের চেকার মনসুর আলী সরকার বলেন, "আজ অন্য দিনের তুলনায় বাস বেশি আমাদের। তবে যাত্রী বোঝাই হওয়ায় সংকট কাটেনি। ঘরমুখো মানুষের চাপ থাকায় এই অবস্থা।"
অন্যদিন এই সময়ে ৩০-৪০টি বাস এ পথে চলাচল করলেও আজ ৬০টির মতো বাস দুপুরের আগেই চেকপোস্ট অতিক্রম করেছে বলে জানান তিনি।
যাত্রীদের চাপ দেখা গেছে, গুলশান, বনানী, মহাখালী, সাতরাস্তা, মগবাজার, জাহাঙ্গীর গেই, বিজয় স্বরণী, ফার্মগেট, খামার বাড়ি, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, পল্টন ও গুলিস্তান এলাকায়।
মহাখালী বাস স্ট্যান্ডে অপেক্ষারত বেসরকারি চাকুরীজীবী আজিজ আহমেদ বলেন, "এক সপ্তাহ তো লকডাউন থাকবে। হোম অফিস চলবে। পরিবার গ্রামে থাকায় আমি এখন ঢাকায় থেকে কী করব। এর চেয়ে বাড়িতে গেলে সবার সাথে সময় কাটাতে পারব।"
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মহাখালী জোনের এসি (ট্রাফিক) মো. শামসুল ইসলাম জানান, "মহাখালী হয়ে বনানী চেয়ারম্যান থেকে কুড়িল রোডে একটু চাপ আছে। তবে পরিস্থিতি খুব নাজুক তা বলা যাবেনা। আমরা চেষ্টা করছি যাতে যাত্রীদের বড় ধরনের ভোগান্তিতে না পড়তে হয়।"
উল্লেখ্য, গণপরিবহনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের সরকারি ঘোষণার পর অফিসগামী যাত্রীদের মোড়ে মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করতে হয়েছে। এছাড়া লকডাউন ঘোষণার পর এদিন অনেকে ঢাকা ছাড়ায় অতিরিক্ত যাত্রীর চাপ ছিল।