ময়মনসিংহে পাঁচদিন ধরে নিখোঁজ চার ছাত্রী
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় চার ছাত্রী পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে বের করতে থানায় সাধারণ ডায়েরি করেছে তাদের পরিবার।
পরিবার জানায়, গত ২২ ফেব্রুয়ারি বাড়ি থেকে কোচিং করার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি তারা। ২৪ ফেব্রুয়ারি ফুলপুর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজ হওয়া ছাত্রীদের এক অভিভাবক। ঘটনা জানার পর থেকে তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে।
পুলিশ জানায়, ফুলপুর উপজেলার পূর্ব বাখাই গ্রামের মিজানুর রহমানের দুই কন্যা আফসানা খাতুন (২১) ও সুমাইয়া খাতুন (১৩) এবং তার ভাতিজি কলেজ পড়ুয়া শিক্ষার্থী সানজিদা খাতুন (১৯) ও প্রতিবেশী নিজাম উদ্দিনের কলেজ পড়ুয়া কন্যা মিফতাহুল জান্নাত ইশাত (২০) বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি।
তাদের তিনজন স্থানীয় ফুলপুর ডিগ্রি কলেজের ছাত্রী এবং সুমাইয়া বাট্টা কওমি মাদ্রাসার শিক্ষার্থী।
ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী জানান, নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে। তারা স্বেচ্ছায় বাড়ি থেকে পালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।