রাঙামাটিতে ঘরে ঘরে গিয়ে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ
রাঙামাটি শহরের কলেজ গেট, পাবলিক হেল্থ্, ট্রাইবেল আদাম এলাকায় গরীব পরিবারগুলোর মাঝে গ্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন।
সকাল ১১ টায় শহরের কলেজ গেট এলাকায় ত্রাণ বিতরণের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়। এর পরে পাবলিক হেল্থ্, ট্রাইবেল আদাম এলাকাবাসীর বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিয়ে আসেন সেনাবাহিনীর সদস্যরা।
রাঙামাটি সেনা রিজিয়নের মেজর মাঈনউদ্দিন ফারুখী জানান, শনিবার সকালে ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর রেশনের অংশ থেকে করোনা দুর্যোগ মোকাবেলায় এ ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।
বিতরণ করা ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, আটা, সয়াবিন, আলু, পেয়াজ, লবণ এবং সাবানের মতো নানা নিত্যপ্রয়োজনীয় পণ্য।