রোববার থেকে খোলা মার্কেট ও দোকানপাট
আগামী রোববার (২৫ এপ্রিল) থেকে স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল দোকান ও শপিংমল খোলা থাকবে।
মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হলো বলে আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে দেশজুড়ে ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া এক সপ্তাহের লকডাউন চলাকালীন সময় শপিং মল ও মার্কেট বন্ধ থাকবে বলে জানানো হয় সরকারি নির্দেশনায়। তবে করোনাবিধি মেনে চলার শর্তে অনলাইনে বিক্রয় অনুমোদিত ছিল। পাশাপাশি কাঁচাবাজার ও মুদি দোকানগুলো প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়া হয়।
দেশজুড়ে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকার ১৪ এপ্রিল থেকে চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এ বিধিনিষেধ বহাল থাকবে।