রাজশাহীতে চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজশাহীর মহানগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর থেকে নওহাটা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক ফোর লেনে উন্নীতকরণে উচ্ছেদ অভিযান চালায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। সড়ক ও জনপথ অধিদপ্তরের স্টেট অ্যান্ড ল ডিপার্টমেন্টের যুগ্ম-সচিব মাহবু্বুর রহমান ফারুকীর নেতৃত্বে অভিযান চলছে।
শনিবার সকাল থেকে বিমানবন্দর সড়ক এলাকার দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ চালায় সওজ। গত দুইদিনের অভিযানে রাজশাহী সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের বাউন্ডারি ওয়াল, পাসপোর্ট অফিসের বাউন্ডারি ওয়াল, সওজের বাউন্ডারি ওয়াল, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের বাউন্ডারি ওয়াল, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের বাউন্ডারি ওয়ালসহ প্রায় চার শতাধিক সরকারি বেসরকারি স্থাপনা ভাঙ্গা হয়েছে।
সওজের নির্বাহী প্রকৌশলী মো. শামসুজ্জোহা জানান, এ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরুর এক মাস আগে থেকে স্থাপনা সরিয়ে নিতে প্রচার চালানো হয়। গত সেপ্টেম্বর মাসে একনেকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের শহীদ এইচএম কামারুজ্জামান চত্বর থেকে পবা উপজেলার নওহাটা পর্যন্ত চার লেনে উন্নীতকরণের লক্ষ্যে ৩২৮ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়।