রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রের ওপর হামলা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার ও স্থায়ীভাবে ছাত্রত্ব বাতিলসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে একদল শিক্ষর্থীরা।
শনিবার সকাল ১১ টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন তাঁরা।
আন্দোলনকারীদের অন্যদুটি দাবি হচ্ছে- হল প্রাধ্যক্ষের পদত্যাগ ও আহত শিক্ষার্থীর চিকিৎসার সকল ব্যয়ভার বিশ্ববিদ্যালয়কে বহন করতে হবে।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক ছাত্র ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোহরাব হোসেনকে একই হলের অন্য দুই শিক্ষার্থী মারধর করে হাত ভেঙ্গে দেওয়াসহ মাথা ফাটিয়ে দেন বলে শিক্ষার্থীদের অভিযোগ।
অভিযুক্ত দুই শিক্ষার্থী হলেন, বাংলা বিভাগের হুমায়ন কবির নাহিদ এবং ইসলাম শিক্ষা বিভাগের আসিফ লাক। তাঁরা দুইজনই জোহা হল ছাত্রলীগের কর্মী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
মারধরে আহত সোহরাব বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।