রূপগঞ্জে চলছে বিআইডব্লিউটিএ-এর উচ্ছেদ অভিযান
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ।
তারা যেসব স্থাপনা উচ্ছেদ করেছে সেগুলোর মধ্যে রয়েছে, দশটি জাহাজ নির্মাণ শিল্প কারখানা, একটি শিল্প প্রতিষ্ঠান ও একটি স্টেডিয়ামের অংশবিশেষ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। অভিযানে দুটি এস্কেভেটর ও একটি বড় জাহাজ ব্যবহার করা হচ্ছে।
বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তারা জানিয়েছেন, বিকেল পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলবে।
নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মাসুদ কামাল জানান, বেশ কিছুদিন আগে শীতলক্ষ্যা নদীর তীরে প্রায় এক একর জমি দখল করে বালি ফেলে ভরাট করা হয়। তারপর একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার নামে সেখানে গড়ে তোলা হয় স্টেডিয়াম।
কিন্তু নামে স্টেডিয়াম হলেও সেখানে খেলার উপযোগী ব্যবস্থা না করে পাথরের ব্যবসা চালাচ্ছিলেন কিছু রাজনৈতিক নেতাকর্মী।
মোস্তাফিজুর রহমান আরও জানালেন যে,উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এই স্টেডিয়ামের জন্য উপজেলা বা জেলা, কোনো পর্যায়ের প্রশাসনের কাছ থেকে অনুমোদন নেওয়ার তথ্য মেলেনি।
ওদিকে কায়েতপাড়া পূর্ব গ্রাম এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে উঠেছিল জাহাজ নির্মাণ কারখানাগুলো ও একটি শিল্প প্রতিষ্ঠান। এরকম দশটি অনুমোদনহীন জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের অংশবিশেষ ও একটি শিল্পপ্রতিষ্ঠানের দেয়াল গুঁড়িয়ে দেয় বিআইডব্লিউটিএ।