রূপপুর পারমাণবিক প্রকল্পে দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কাজ করার সময় দুর্ঘটনায় দুই নির্মাণশ্রমিক নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে পাবনার ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পের ভেতরে দুই নম্বর চুল্লির কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রূপপুর ফুটু মার্কেট এলাকার ওয়াসিফ আলী মৃধার ছেলে মনিরুজ্জামান মনি (৩২) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোড়াদহ গ্রামের সন্তোষ চন্দ্র সরকারের ছেলে মাধব চন্দ্র সরকার (৪৪)।
আহত শ্রমিক দীনবন্ধু চন্দ্রের বাড়ি ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া। তাঁর বাবার নাম দিলীপ চন্দ্র।
পুলিশ জানায়, হতাহত তিনজনই রূপপুর প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান রেসেমে কর্মরত ছিলেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী দুই শ্রমিকের বরাত দিয়ে, নিহত মনিরুজ্জামানের মামাতো ভাই অলিভ হোসেন জানান, দুপুর পৌনে একটার দিকে রূপপুর প্রকল্পে দুই নম্বর চুল্লির ভেতরে রডের অ্যাঙ্গেল বসাচ্ছিলেন মনিরুজ্জামানসহ তার সঙ্গে থাকা শ্রমিকরা। এসময় অ্যাঙ্গেলের একটি অংশ তাদের ওপর এসে পড়লে, তারা ১০০ ফুট উপর থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান মাধব চন্দ্র ও মনিরুজ্জামান।
তাৎক্ষণিকভাবে হতাহদের ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যাওয়া হলে, দায়িত্বরত চিকিৎসক দু'জনকে মৃত ঘোষণা করেন এবং আহত দীনবন্ধুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, নিহত দুজনের লাশ ময়না তদন্তের জন্য পাবনা পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।