রোববার ঢাকা ছাড়ছেন আরও মার্কিন নাগরিক
বাংলাদেশে থাকা মার্কিন নাগরিক ও তাদের পরিবারের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ঢাকার মার্কিন দূতাবাস দ্বিতীয় বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে।
ফ্লাইটটি রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।
ফ্লাইটটি প্রথমে ঢাকা থেকে কাতরের দোহায় যাবে এবং পরে তা ওয়াশিংটন ডিসি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
দোহায় যাত্রীরা উড়োহাজারের মধ্যেই অবস্থান করবেন।
এ ফ্লাইট বিনামূল্যের নয় এবং এ জন্য মার্কিন সরকারের যে খরচ হবে তা সব যাত্রীকে পরিশোধ করতে হবে বলে ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে।
এর আগে ৩০ মার্চ ২৬৯ জন মার্কিন নাগরিক ঢাকা থেকে নিজেদের দেশের উদ্দেশে রওনা দেন। তারা কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।